পরিষ্কার হলো বারইয়াহাটের আবর্জনার স্তূপ

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৩ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীতে গত ১১ সেপ্টেম্বর শেষের পাতায় ‘ আগে ছিল একপাশে এখন উভয় পাশে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর চব্বিশ ঘন্টার মধ্যেই মহাসড়কের দুপাশের সকল ময়লা আবর্জনা পরিষ্কার করে নিল বারইয়াহাট পৌর কর্তৃপক্ষ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার সকালে সরেজমিনে দেখা গেল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়াহাট পৌর প্রবেশদ্বার ইউটার্নের দুপাশের আবর্জনার স্তূপগুলো আর নেই। এই এই বিষয়ে বারইয়াহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন আগের রাতেই ফোন করে আজাদী প্রতিনিধিকে জানিয়েছিলেন, আজাদীতে সংবাদ প্রকাশের পর তিনি মহাসড়কের পৌর প্রবেশ এলাকার আবর্জনার স্তূপ সরিয়ে ফেলেছেন।
তিনি জানান, দৈনিক আজাদীতে আমার পৌরসভার ময়লার চিত্র দেখে আমিও সচেতন হবার সুযোগ হয়েছে। উক্ত স্থানে এভাবে আর ময়লা ফেলতে দেয়া হবে না বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধতদন্তের প্রথম নথি প্রকাশ করল এফবিআই
পরবর্তী নিবন্ধবিদ্যালয় পরিদর্শনে মেয়র, স্বাস্থ্যবিধিতে জোর