পরিবেশ বিধ্বংসী কাজ থেকে বিরত থাকতে বাস্থইয়ের সদস্যদের আহ্বান

| রবিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:২৯ পূর্বাহ্ণ

আজাদী প্রতিবেদন 

সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে চট্টগ্রামের বিভিন্ন পার্ক, উদ্যান ও সড়ক ডিভাইডারে নকশার নামে বিভিন্ন পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউট (বাস্থই), চট্টগ্রাম চ্যাপ্টারের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান স্থপতি আশিক ইমরান। গতকাল শনিবার এ আহ্বান জানিয়ে তার স্বাক্ষরে নোটিশ ইস্যু করা হয়। এতে বলা হয়, সম্প্রতি সৌন্দর্যবর্ধনের উদ্দেশ্যে চট্টগ্রামের বিভিন্ন স্থাপনা, পার্ক, উদ্যান ও সড়ক ডিভাইডারে নকশার নামে বিভিন্ন পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ লক্ষ্য করা যাচ্ছে। এইসব কার্যকলাপের কারণে চট্টগ্রামের সৌন্দর্য তো বৃদ্ধি পাচ্ছেই না, বরং আমাদের প্রাণের শহর চট্টগ্রাম জঞ্জালের স্তূপে পরিণত হচ্ছে।

তিনি বলেন, একটু লক্ষ্য করলেই দেখা যায়, চট্টগ্রামে সামান্য পরিমাণ খোলা জায়গা ও সবুজ রয়েছে। এগুলোকেও যদি সূদুরপ্রসারী ও যুগোপযোগী পরিকল্পনা ছাড়া যেনতেনভাবে সৌন্দর্যবর্ধনের নামে জঞ্জালে পরিণত করা হয়, তাহলে ভবিষ্যতে বুক ভরে নিশ্বাস নেয়ার সুযোগ থাকবে না। তাই বাংলাদেশের একটি অন্যতম পেশাজীবী সংগঠন বাস্থইয়ের সদস্য হিসেবে এই ধরনের পরিবেশ বিধ্বংসী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধবিপ্লব উদ্যানে কাজ বন্ধ রাখতে ১২ দোকান মালিকের নোটিশ