প্রত্যেক মানুষের আলাদা আলাদা একটা স্পেস থাকে পরিবারে। সেই স্পেসটা সবাইকে সঠিক ভাবে দিলে সবাই খুশি হয়,এতে পরিবার হয়ে উঠে সুখের পরিবার। কিন্তু কিছু কিছু মানুষ, বিশেষ করে বড়রা সেটা বুঝতে পারে না বলেই নানা রকম সমস্যা তৈরি হয় পরিবারের সবার মধ্যে। এতে সংসারে অশান্তি শুরু হয়। সেই রকম চাকরি বা বাইরের জায়গায়ও প্রত্যেকের আলাদা আলাদা সম্মানের জায়গা থাকে। যার যার সম্মান তাকে দিলেই কাজের জায়গাটা হয়ে উঠে সুখের ও আনন্দের।
ছোট বড় প্রত্যেকের কিছু সৃজনশীল গুণ থাকে। যা সবার জন্যই উপকারী। বড়রা ছোটদের থেকেও অনেক কিছু জানতে পারে, আবার অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন বড়দের থেকেও অনেক কিছু শেখার ও জানার থাকে ছোটদের। শেখার শেষ নেই। আসলে এক কথায় বলতে গেলে বলা যায়, প্রত্যেক মানুষকে সম্মান ও নির্দিষ্ট জায়গা ছেড়ে দিলে আর কোনো বিবাদ থাকে না। বরং চারিদিকে থাকে আনন্দ মুখর সুখের পরিবেশ। এজন্যই সবার সহযোগিতা মূলক মনোভাব গড়ে তোলা প্রয়োজন। মনকে সুন্দর রাখুন, প্রাণখুলে হাসুন, সকলের সাথে ভালো ব্যবহার করুন, দেখবেন পরিবার ও কর্মস্থল সুখের হয়ে উঠবে। সবার মনে থাকবে আনন্দ আর সুখের ছোঁয়া। কুয়াশা ধরা যায় না, কিন্তু অপররূপ সৌন্দর্য উপলব্ধি করা যায়।