পরিবারের চেয়ে আপন কেউ না

জাহিদা সুলতানা | সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৪:৫৩ পূর্বাহ্ণ

অন্যের অন্যায় অথবা ভুল আচরণের কোনো সমাধান করতে ইচ্ছে করে না এখন। কারণ আমরা সবাই দিন শেষে নিজের ভুলগুলোকে খুব হালকাভাবে নিই, আমিও এর ব্যতিক্রম নই। চুপচাপ থাকতে চেষ্টা করি, সবর করতে চেষ্টা করি।যে পরিমাণ সময় আমরা অন্যকে খুশী করতে বা অন্যের মন রাখতে ব্যয় করি সেটা সম্পূর্ণ পরিবারের জন্য করা উচিৎ। পরিবারের চেয়ে আপন কেউ না, সেখানে যতো অসংগতি থাকুক সেটাকে মেরামত করে সেটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। আর এটাতেই আল্লাহর রহমত, বরকত ও মানসিক শান্তি আসে, আলহামদুলিল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধচিরশিশু
পরবর্তী নিবন্ধবৃষ্টিস্নাত একটি রুপোলি সন্ধ্যা