‘পরিবর্তনশীল সমাজ গঠনে সাক্ষরতার বিকল্প নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশে সাক্ষরতা দিবসের সূচনা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাক্ষরজ্ঞান সম্পন্ন সমাজ গঠনের বিকল্প নেই।’
যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেক উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। এ উপলক্ষে এক র্যালি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। দিলরুবা খানমের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক সৈয়দ মোক্তার হোসেন বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ঝরে পড়া, সুবিধাবঞ্চিত শিশুদের সাক্ষরতার আওতায় আনার জন্য একযোগে কাজ করে যাচ্ছে। সভায় বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক কর্মকর্তা রিপন কুমার বড়ুয়া, জেএসইউএস নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন, পিটিআই এর সুপারইনডেন্ট জয়নাল আবেদীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।