লামায় একটি পরিত্যক্ত পুকুর থেকে প্রিয়ন্তী চাকমা (১৪) নামে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে লামা পৌরসভার বড় নুনারবিল মার্মা পাড়া সংলগ্ন পরিত্যক্ত পুকুর থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। সে নিঙন চাকমা ও জ্যোতিকা চাকমার কন্যা। নিঙন চাকমার বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়। একটি এনজিও তে চাকুরী করার সুবাধে লামা পৌরসভার বড় নুনারবিল এলাকায় ভাড়া বাসায় থাকতেন।পরিত্যক্ত পুকুরে ভোরে লাশ দেখে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের খবর দিলে পুলিশ গিয়ে কিশোরীর লাশ উদ্ধার করে। নিহতের মা জ্যোতিকা চাকমা বলেন, তারা রাতে খেয়ে যার যার রুমে শুয়ে পড়েন। ভোরে মানুষের শোরগোল শুনে উঠে দেখেন ঘরের দরজা খোলা। তিনি বলেন, মেয়েটি আগেও কয়েকবার রাতে ঘুমের ঘোরে ঘর থেকে বের হয়ে গিয়েছিল। লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সুরতহালে কিশোরীর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান মর্গে প্রেরণ করা হয়েছে।