হলুদে সবুজে মোড়া হেমন্ত এখন
দুর্বায় শিশির জমে যখন তখন
সোনালি চাদর পরে আসে রাঙা ভোর
জেগে ওঠে তড়িঘড়ি খুলে দেয় দোর
পাকা ফসলের ঘ্রাণে মাতাল বাতাস
সোনারোদে ভেসে যায় নীলচে আকাশ
কাস্তে হাতে ব্যস্ত যত রাখালের দল
কৃষাণিরা পিছু ছোটে পেঁচিয়ে আঁচল
সন্ধ্যা নামতেই উড়ে কুয়াশার ধোঁয়া
আগুনের আঁচে ভাঁজে খই মুড়ি মোয়া
উৎসব আমেজে হয় ধান কাটা সারা
মাঠ জুড়ে পড়ে থাকে স্তূপ স্তূপ নাড়া
দিগন্তে পালক ঝাড়ে শীতের পাখিরা
উচ্ছ্বাসে মেতেছে সর্ষে ফুলের কলিরা।