‘পরস্পর সহনীয় থেকে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়াই আমাদের দায়িত্ব’

লোহাগাড়া উপজেলা আ. লীগের বিশেষ বর্ধিত সভা

| রবিবার , ৫ মে, ২০২৪ at ১০:২৯ পূর্বাহ্ণ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভা গতকাল শনিবার বিকেল ৩টায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় লোহাগাড়াস্থ মর্ডান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের অধীনে বিগত দিনের মতো আগামী উপজেলা পরিষদ নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় দলটির তৃণমূলের নেতাকর্মীদের মধ্য থেকে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে। এর ফলে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য পরস্পর সহনীয় থেকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়াই আমাদের দায়িত্ব। সবাইকে নিজ যোগ্যতায় জয়ী হয়ে আসতে হবে। সভায় নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। নির্বাচনকে সামনে রেখে কোনো রকম সংঘাত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুশিয়ারি দেন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ, দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, সদস্য জান মোহাম্মদ সিকদার, শহীদুল কবির সেলিম, মুজাহিদ বিন কায়সার, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য দেলোয়ার হোসাইন। সভায় স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুচ্ছাফা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন, শ্রীনিবাস দাশ সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান, এড. মোহাম্মদ মিয়া ফারুক, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, আব্দুল হামিদ বেঙ্গল, এম. কামাল উদ্দিন, এমএস মামুন, জহির উদ্দিন, সলিল কান্তি বড়ুয়া, মামুন উর রশিদ চৌধুরী, জয়নাল আবেদীন জনু, আব্দুল ওয়াহেদ, হারুনুর রশিদ, জাহাঙ্গীর হোসেন মানিক, এসএম ইউনুচ, জসিম উদ্দিন চৌধুরী, হেফাজত উল্লাহ, আবচার আহমদ, নুরুল কবির, আলী আহমদ, শাহে আলম পল্টু, জানে আলম, গাজী ইছহাক মিয়া, শামসুল ইসলাম, রিটন বড়ুয়া রোনা, শফিকুর রহমান, আছহাব উদ্দিন, কামাল উদ্দিন, দিদারুল আলম বাবুল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের নেতৃত্বে টিকলু-শুভ
পরবর্তী নিবন্ধতৃষ্ণার্তদের মাঝে সুপেয় পানি বিতরণ