পবিত্র রমজান মাস শুরুর সাথে সাথে চট্টগ্রাম ওয়াসার পানির সরবরাহ কমে যাওয়ায় সারাদিন রোজা রেখে পানির জন্য ইফতার ও সেহরি তৈরী করতে নগরবাসী ভোগান্তিতে পড়েছে। তাছাড়া রমজান মাসে মসজিদগুলোতে মুসল্লীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অজুর পানির সংকটে মুসল্লীদের ভোগান্তি বেড়েছে। ওয়াসার তথ্য মতে, চট্টগ্রামে পানির চাহিদা ৫৫ কোটি লিটারের বিপরীতে তাদের উৎপাদন সক্ষমতা ৪৫ কোটি লিটার। কিন্তু তাদের পুরনো অজুহাত শুষ্ক মৌসুমে হালদা নদী, কর্ণফুলী ও কাপ্তাই হ্রদে পানির স্বল্পতায় বিশুদ্ধ পানি সরবরাহে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। অথচ রাষ্ট্রীয় কোষাগার থেকে চট্টগ্রাম ওয়াসা হাজার কোটি টাকার শেখ হাসিনা পানি শোধনাগার –১, শেখ হাসিনা পানি শোধনাগার –২, শেখ রাসেল পানি শোধনাগার ও মোহরা পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করলেও নগরবাসীকে এখনও পানির জন্য এই পবিত্র রমজান মাসেও হাহাকার করতে হচ্ছে। সুতরাং, চট্টগ্রাম ওয়াসার প্রতি আহবান জানাচ্ছি–অতীতের মত পুরনো ভাঙা রেকর্ড না বাজিয়ে অতিদ্রুত পানির পর্যাপ্ত চাহিদাপূরণ করে নগরবাসীর দুর্ভোগ লাঘব করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
আবদুর রহিম
কমার্স কলেজ রোড়, মতিয়ারপোল।