পবিত্র ফাতেহা-ই ইয়াজদাহম আজ

আজাদী ডেস্ক | বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ১১:৩০ পূর্বাহ্ণ

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ। সারা দেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হবে। গাউসুল আযম বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (র.)-এর ওফাত দিবস বিশ্বের মুসলমানদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত।
‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের এগারো-এর ফাতেহা শরিফকে বোঝায়। এই পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম শরিফ ইমামুল আউলিয়া পীরানে পীর গাউসুল আযম দস্তগীর হজরত মুহিউদ্দিন আবদুল কাদের জিলানি (র.)-এর স্মরণে পালিত হয়। পবিত্র ফাতেহা-ই- ইয়াজদাহম ১৪৪৩ হিজরী উদযাপন উপলক্ষে আজ বুধবার বাদ যোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘হযরত আবদুল কাদের জিলানী (রহ.) এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে চা চাষিদের জন্য লিফ কালেকশন সেন্টার উদ্বোধন
পরবর্তী নিবন্ধহালদা নদীর কার্প জাতীয় মাছের জিনোম বিন্যাস উদঘাটন