চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী পবিত্র ওমরা পালন শেষে গতকাল শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। বিমান বন্দরে তাঁকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত মেয়র আবদু সবুর লিটন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, অধ্যাপক মো. ইসমাইল, গাজী মো. শফিউল আজিম, প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।