পবিত্র আখেরি চাহার সোম্বা ২১ সেপ্টেম্বর

| সোমবার , ২৯ আগস্ট, ২০২২ at ৬:২৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৪ সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ ২৯ আগস্ট থেকে পবিত্র সফর মাস গণনা করা হবে। এদিকে সোমবার থেকে পবিত্র সফর মাস শুরু হওয়ায় আগামী ২১ সেপ্টেম্বর (২৪ সফর ১৪৪৪ হিজরি) পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত হবে। খবর বাংলানিউজের।
গতকাল রোববার সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মুনিম হাসান। সভায় সফর মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, সব বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা হয়।

পূর্ববর্তী নিবন্ধনগরে ভবনের নকশা অনুমোদনে চসিককেও দায়িত্ব দেয়া হোক
পরবর্তী নিবন্ধ১৫ দিনের মধ্যে মাস্টার প্ল্যান