পদ্মা সেতুর ওপর পিকআপ উল্টে নিহত ২

| সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ৬:৩৪ পূর্বাহ্ণ

পদ্মা সেতুর ওপর একটি সিলিন্ডারবাহী পিকআপ উল্টে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার রাতে সেতুর ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে বলে পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান। নিহতরা হলেন, রাজু খন্দকার (৪৫) ও মো. কাউসার (২৩)। আহতরা হলেন, মুক্তা আক্তার (২৫), দেড় বছর বয়সী ফাতেমা খন্দকার ও মো. ওমর ফরুক (৪৭)। তাদের ঢাকায় মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এরা সবাই পিকআপের আরোহী ছিলেন। খবর বিডিনিউজের।

ওসি আলমগীর হোসেন রাতে বলেন, রাত পৌনে ১০টার দিকে সেতুর ওপর একটি অক্সিজেন সিলিন্ডারবাহী পিকআপ উল্টে যায়। আহত অবস্থায় তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে পাঠানো হলে সেখানে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পিকআপটি ঢাকার দিকে আসছিল জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। দুর্ঘটনার পর কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল বলে স্থানীয়রা জানান।

রাত সাড়ে ১১টার দিকে ওসি আলমগীর বলেন, সেতুর ওপর দিয়ে যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে না। রাস্তা ক্লিয়ার। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙের চিকিৎসক আসাদুজ্জামান জানান, দুজনের মরদেহ এই হাসপাতালে রয়েছে। আহত তিনজনকে ঢাকায় মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেশে চার দিন পর শনাক্ত হাজারের নিচে মৃত্যু ৪ জনের
পরবর্তী নিবন্ধমেগা প্রকল্পের কাজ বিলম্বিত, এবারও হয়ত বিড়ম্বনায় কাটবে বর্ষা