পদুয়া ইউপির প্যানেল চেয়ারম্যানের বসতঘরে আগুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৩০ জানুয়ারি, ২০২৩ at ৬:২২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাহেদ হাসানের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে তার ব্যবহৃত মাইক্রোবাসটিও (চট্টমেট্টো গ ১১৬৫১২) পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের কর্মকর্তা কামরুজ্জামান সুমন জানান, পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের দশমাইল এলাকার বাসিন্দা এবং ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জাহেদ হাসানের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে মুহুর্তে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে তার ৩০২০ ফুট পরিমাপের কাঁচা বসতঘর এবং একটি মাইক্রোবাস পুড়ে গেছে। তারা ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্ত জাহেদ তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের চাচাতো ভাই। তিনি জানান, ঘরের ব্যবহৃত ফ্রিজের বৈদ্যুতিক তার ইঁদুর কেটে দিয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধএনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল পাস
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে আগুনে পুড়ল ১১ বসতঘর