আমার পথটা এইভাবে বেঁকে পথ হারাবে?
ভেবেও দেখিনি সূর্য রশ্মিটাকে মেঘ দিয়ে ডেকে,
লাল আভার ঝাঁজটা আমি ঠিকই টের পাই
রক্তচোষা চক্ষু জোড়া ঢের চেয়ে থাকে,
অপলক? তোমার ঝড় তোলা কোন এক বাঁকে।
শিহরিত মনটা বিচলিত হতো বার বার?
তোমার অনিমেষ বারণ সত্ত্বেও।
একবার নয় বহুবার
আমি জেগে উঠেছি শিহরণ হারাবে বলে?
আঁধার বেয়ে জোৎস্নার সিঁড়িটায়,
যেতে চেয়েছিল ঐ মনটা,
অসীমের শেষ বিন্দুটাতে একটু একটু করে?
টানা দোটানার মেরুকরণে,
তাদের ছুটে চলার উৎফুল্লতায়,
বজ্রপাতের শেষ আঁটুনি।
এইতো সেদিন, শেষ দেখার কালে,
একাকীই বসে ছিলে, কি যেন বলবে বলে?
আমি বুঝিনি।
সেই প্রিয় চিরচেনা পথের ধারে,
দক্ষিণের বাতায়নে, আনমনে।
অপলক চেয়ে থাকা?
এই যেন ঝড়ের শেষে শান্ত নির্মোহ কোন নদী,
পাহাড়সম জমে থাকা অসংখ্য যতি চিহ্ন!
এমন তো লাগেনি আগে তোমাকে?
তুমিই কি সেই!
না আমিই আজ বড়ই অচেনা কোন আগন্তুক?
আমিই বেমানান পাশাপাশি,
চোখের ভাষার এই শব্দ যুগল,
বাধা পেয়ে মন খাঁচার দরজায় ঠোকা দিচ্ছে?
যাবার কালে বাহুডোরে বেঁধে রাখার আকুতি?
এই আমার পথ হারিয়ে পথ খোঁজার মতন।
তবুও আমি জেগে উঠি!
পথের বাঁকে তোমায় হারানোর ভয়ে।