পথশিশুদের অপরাধপ্রবণতা কমাতে জরুরি পদক্ষেপ চাই

| বুধবার , ৫ এপ্রিল, ২০২৩ at ৪:৫৮ পূর্বাহ্ণ

ফুটপাত, রেলস্টেশন, বাসস্টান্ড সহ বড় শহরগুলোর আনাচকানাচে চোখে পড়বে অসংখ্য ছিন্নমূল পথশিশুর দেখা। সমাজের মূল স্রোতধারার বাইরে হওয়ায়, এদের কোন পিছুটান নেই। জীবিকার তাগিদে এরা হাতের কাছে যা পায় তাই করে, যেমন কাগজ কুড়ানো, যাত্রীদের লাগেজ বহন করা, অব্যবহিত বোতল বা অন্যান্য কিছু কুড়িয়ে পরে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। কিন্তু এদের পরিবার বা সমাজের প্রতি দায়বদ্ধতা না থাকার কারণে সামাজিক মূল্যবোধে অবক্ষয় দেখা দেয়। তারা তাদের আয়ের উল্লেখযোগ্য অর্থ মাদকের পিছনে ব্যয় করে। যখন তারা মাদকের দুষ্টচক্রে পড়ে যায় তখন মাদকের অর্থের যোগান দিতে চুরি, মাদক বিক্রি, ছিনতাই এমনকি খুনখারাবি পর্যন্ত করে থাকে। এসব করতে করতে এই শিশুরা একদিন যোগ দেয় বিভিন্ন কিশোর গ্যাং, এরাই পরবর্তীতে আরো সংঘবদ্ধ হয়ে শুরু করে ডাকাতি, চাঁদাবাজি, মানুষ খুনের মতো ঘটনাও।

এখন সময় এসেছে পথশিশুদের নেশাগ্রস্ত হওয়া থেকে রক্ষা করার। প্রশাসনের একটু সচেতনতায় পারে এদেরকে রক্ষা করতে। সমাজের মূল স্রোতধারায় এদের ফিরিয়ে এনে, সামাজিক অপরাধপ্রবণতা রোধে আশু পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

মো: সাজেদুর রহমান মারুফ

শিক্ষার্থী,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

পূর্ববর্তী নিবন্ধপ্রভাতকুমার মুখোপাধ্যায় : অপ্রতিদ্বন্দ্বী কথাসাহিত্যিক
পরবর্তী নিবন্ধপণ্যের মূল্য লিখে রাখার আইন বাস্তবায়ন করা প্রয়োজন