পতেঙ্গা সি-বিচে প্রবেশ মূল্য নির্ধারণ গণবিরোধী সিদ্ধান্ত

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১১:০৪ পূর্বাহ্ণ

সিডিএ কর্তৃক পতেঙ্গা সি-বিচ বেসরকারি অপারেটরকে ইজারা দেওয়া ও প্রবেশমূল্য নির্ধারণের গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করার দাবিতে গতকাল শুক্রবার পতেঙ্গা সি বিচে প্রতিবাদ মানববন্ধন করেছে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখা। বক্তারা বলেন, পতেঙ্গা সি বিচ চট্টগ্রামবাসীর বিনোদনের একমাত্র উন্মুক্ত স্থান। অথচ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাধারণ মানুষের এ স্বস্তির জায়গাটুকু কেড়ে নিতে চায়। পতেঙ্গা সি বিচকে আন্তর্জাতিক মানের করার কথা বলে সিডিএ পতেঙ্গা সি বিচের ৬ কিলোমিটার ও ইপিজেড সাগরপাড়ের ৩৫ একর জায়গা বাণিজ্যিক প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইজারাপ্রাপ্ত প্রতিষ্ঠান এখানে নিজেদের মতো করে বিনোদন কেন্দ্র তৈরি, বিচের রক্ষণাবেক্ষণ এবং বিচের বেশিরভাগ অংশে প্রবেশের জন্য টিকেটের দাম নির্ধারণ করতে পারবে। এর মধ্যেই সিডিএ এ সম্পর্কিত প্রস্তাব গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় অনুমোদন করেছে। অবিলম্বে সিডিএ’র গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে। বাসদ চট্টগ্রাম জেলা সদস্য সচিব শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দলের জেলা নেতৃবৃন্দ যথাক্রমে ইন্দ্রানী ভট্টাচার্য্য সোমা, জাহেদুন্নবী কনক, দীপা মজুমদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংবর্ধনা
পরবর্তী নিবন্ধখালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে রাঙ্গুনিয়ায় ছাত্রদলের বিক্ষোভ