চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ২টার দিকে নগরীর পতেঙ্গা থানার মুসলিমাবাদ খেজুরতলা এলাকায় আউটার রিং রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফেনীর ফুলগাজীর কাজী মিজানুর রহমানের ছেলে কাজী আহম্মেদ আল ইসতিয়াক (২০) ও লালমনিরহাটের হাতিবান্ধার জলিম উদ্দিনের ছেলে মো. সোলাইমান গণি (২৮)। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি পতেঙ্গা আজাদীকে বলেন, দুই তরুণ দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তাদের মরদেহ বর্তমানে চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।