পতেঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ২:৫৫ অপরাহ্ণ

নগরীর পতেঙ্গা থানা এলাকা থেকে ১৩ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জাহিদ হোসেনকে (৪৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার জাহিদ হোসেন রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে। বৃহস্পতিবার (৩১) মার্চ দুপুর দেড়টায় পতেঙ্গার মহাজন টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, রাজধানীর মোহাম্মদপুর থানায় কালোবাজারী, মাদক ও সহিংসতাসহ মোট ১৩টি মামলা ও ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদ হোসেনকে পতেঙ্গা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটানা ৯ দিনের ছুটির ফাঁদে দেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে বাড়ছে ডায়রিয়া রোগী, চাপ সামলাতে মেডিক্যাল টিম প্রস্তুতের নির্দেশ