টানা ৯ দিনের ছুটির ফাঁদে দেশ

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ২:৩৬ অপরাহ্ণ

চাঁদ দেখা সাপেক্ষে এবার ঈদে নয় দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। একদিনের ছুটি ম্যানেজ করতে পারলে টানা নয়দিন ছুটি উপভোগ করা যাবে। আর এই সুযোগে অনেকেই ঈদে দেশের বাইরে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে ঈদ হতে পারে আগামী ৩ মে মঙ্গলবার। এই হিসেবটি ধরেই সরকারি ক্যালেন্ডারে ঈদের ছুটি দেখানো হয়েছে আগামী ২, ৩ ও ৪ মে। এর আগে ১ মে মে দিবসের সরকারি ছুটি। এর আগে ২৯ এবং ৩০ এপ্রিল দুইদিন সাপ্তাহিক ছুটি।

ফলে ঈদের ছুটি শুরু হওয়ার আগের তিনদিন সরকারি ছুটি। ফলে ঈদের ছুটি টানা ৬দিন হয়ে যাচ্ছে। এরসাথে শুধু ৫ মে বৃহস্পতিবার ছুটি ম্যানেজ করতে পারলে ৬ ও ৭ মে আবারো সাপ্তাহিক ছুটি। ফলে ছুটি গিয়ে ঠেকছে টানা ৯দিনে।

টানা নয়দিন ছুটির এই সুযোগ কাজে লাগানোর জন্য অনেকেই ইতোমধ্যে তৎপরতা শুরু করেছেন। দেশের বাইরে ঈদ করতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অনেকেই।

টিকেটের চড়া দামের মাঝেও দুবাই যাওয়ার লোকের হিড়িক পড়ছে বলে একাধিক ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার