নগরীর পতেঙ্গা কাটঘর এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে মো. আইনুদ্দীন (২৭) নামের এক যুবক মারা গেছেন। একই ঘটনায় খোরশেদ আলম নামের আরেক যুবক আহত হয়েছেন। গত রোববার দিবাগত গভীর রাতে কাটঘর সামিট পোর্ট এলায়েন্স আইসিডির সামনে ফ্লাইওভারের নীচে এ দুর্ঘটনা ঘটে। তারা দুজনেই ইলেক্ট্রিক মিস্ত্রি। তাদের বাড়ি পতেঙ্গা থানা এলাকায়।
চমেক হাসপাতালের এএসআই শীলাব্রত বড়ুয়া বলেন, নির্মাণাধীন ফ্লাইওভারে ইলেক্ট্রিকের কাজ করার সময় শর্ট সার্কিটে দুইজন গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতলে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজন বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।