চুরি হওয়া তিন হাজার বেডশিট উদ্ধার, তিন চোর গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৭:১৬ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের টেক্সটাইল প্রতিষ্ঠান কায়াসার সানকো জেবি টেক্সটাইল লিমিটেড ১৫ এপ্রিল রপ্তানিযোগ্য ১৪ হাজার ২৩৩ পিস বেডশিড কাপড় ট্রাকে করে চট্টগ্রাম বন্দরে পাঠায়। কিন্তু পথে চোরাই সিন্ডিকেট তিন হাজার পিস বেডশিড কৌশলে চুরি করে নিয়ে যায়। ঘটনা জানাজানি হলে গত ১৯ এপ্রিল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নগরীর পতেঙ্গা থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার সূত্র ধরে গত ২৫ এপ্রিল রাতে অভিযান চালিয়ে নগরের নিমতলা বাস টার্মিনাল ও মাইলের মাথা এলাকা থেকে চোরাই বেডশিডসহ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানাধীন কমিশনার গলির মো. ইউসুফের ছেলে সাইফুল (২৬), ইপিজেড থানাধীন র‌্যাব-৭ গলির মো. জসিমের ছেলে মো. সজিব (২৫) ও লক্ষ্মীপুরের রামগতি থানাধীন জনৈক মো. সাহাবুদ্দিনের ছেলে মো. হেলাল (২০)। গতকাল সোমবার তাদের আদালতে পাঠানো হলে মহানগর হাকিম আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। সিএমপি গোয়েন্দা বন্দর বিভাগের এডিসি এ এ এম হুমায়ুন কবীর বলেন, নারায়ণগঞ্জ হতে চট্টগ্রাম বন্দরে শিপমেন্টের জন্য পাঠানোর পথে একটি সংঘবদ্ধ চোরচক্র তিন হাজার পিস বেডশিড চুরি করে নিয়ে যায়।
ওই ঘটনায় পতেঙ্গা থানায় দায়ের হওয়া মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই বেডশিডসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব রপ্তানি পণ্য চোরাইয়ের সাথে জড়িত থাকার কথা তারা স্বীকার করেছে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর ঘটনায় নিহত শ্রমিক পরিবার পাবেন ২ লাখ ও আহতরা ৫০ হাজার টাকা
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু