পতেঙ্গা মুসলিমাবাদে হাফিজুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে গতকাল শনিবার বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চসিক মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মো. নুরুল আবছার। প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নিজামুদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, আবুল খায়ের, সমাজসেবক জাহিদ হোসেন জহুর, মেহেদী হাসান মুন্না প্রমুখ। মুসলিমাবাদ ফ্রেন্ডস সার্কেল, মুসলিমাবাদ প্রজন্ম-৭১ ও শেখ রাসেল ক্লাবের নেতৃবৃন্দের হাতে এসব ক্রীড়া সামগ্রী বিতরণকালে হাজী মো. নুরুল আবছার বলেন, আমাদের আগামী প্রজন্মকে মাদক মুক্ত, সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।