নগরীর পতেঙ্গায় ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে নগরীর পতেঙ্গার স্টিল মিল বাজারে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযোগ ওঠার পর ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে পতেঙ্গা থানা পুলিশ। গ্রেপ্তার মো. ইব্রাহীমের (৪৪) বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। সে পতেঙ্গার স্টিল মিল বাজার এলাকায় থাকেন। পুলিশ জানিয়েছে, পতেঙ্গা খেজুরতলা এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন ইব্রাহীম। যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর স্থানীয়রা ইব্রাহীমকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে শিশুটির পরিবার ওই ঘটনায় থানায় মামলা করে।
পতেঙ্গা থানার এসআই ইমরান হোসেন জানান, শিশুটিকে ইব্রাহীম প্রাইভেট পড়াতেন। সে সকালে তার কাছে পড়তে গেলেও গত কয়েকদিন ধরে রাতে আসতে বলা হয়। বুধবার রাতে ওই শিশু তার কাছে পড়তে যায়। সে সময় সে তাকে যৌন নিপীড়ন করেন বলে পরিবার ও স্থানীয়রা অভিযোগ করেছেন।