পতেঙ্গায় কন্টেনার ডিপোতে ধোঁয়া, আতঙ্ক

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:২৩ পূর্বাহ্ণ

তুলা ভর্তি কন্টেনারে ধোঁয়া দেখা দেয়াকে কেন্দ্র করে গতকাল সোমবার রাত ৯টার দিকে পতেঙ্গার ভারটেক্স কন্টেনার ডিপোতে হুলস্থুল পড়ে যায়। কন্টেনারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। কিন্তু তুলা ভর্তি কন্টেনারে কোনো আগুন না থাকায় ফায়ার সার্ভিস কন্টেনারটি খুলে ফেলার নির্দেশনা দেয়।

ডিপোর কর্মীরা কন্টেনারটি খুলে আমদানিকৃত তুলা আনস্টাফিং করলে ধোঁয়া বন্ধ হয়ে যায়। ধারণা করা হচ্ছে যে কন্টেনারে ঠাসাঠাসি করে তুলা বোঝাই করার কারণে প্রচণ্ড গরমে এর ভেতর কোনো গ্যাস তৈরি হতে পারে। যা ধোঁয়া হিসেবে নির্গত হতে দেখে আতঙ্ক ছড়ায়। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম খবরটি নিশ্চিত করেছে।

বিডিনিউজ জানায়, এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন কেইপিজেড ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. শহীদুল্লাহ। তিনি বলেন, কন্টেনারে রাখা তুলার গাইট সরিয়ে তল্লাশি করা হয়েছে। আশেপাশের কন্টেনারও সরিয়ে ফেলা হয়েছে। আর কোনো ধোঁয়া দেখা না যাওয়ায় আমরা কাজ শেষ করেছি।

পতেঙ্গা থানার ওসি কবির হোসেনও জানান, আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি। ধোঁয়ার মতো সৃষ্টি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধপরৈকোড়া রণক্ষেত্র, চেয়ারম্যান ও পুলিশসহ আহত ১৫
পরবর্তী নিবন্ধআলীকদম পাহাড়ি সীমান্তে সক্রিয় গরু চোরাচালান চক্র