পতেঙ্গার হোসেন আহম্মদ পাড়ার মূল সড়ক থেকে অবৈধ দোকান উচ্ছেদ করুন

| বৃহস্পতিবার , ২৮ জুলাই, ২০২২ at ৫:৫৫ পূর্বাহ্ণ

আমরা পতেঙ্গার বৃহত্তম হোসেন আহম্মদ পাড়া কেন্দ্রীয় মসজিদের ধর্মপ্রাণ মুসল্লি। আমরা আইনশৃঙ্খলা বাহিনী, মাননীয় মেয়র মহোদয় ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করে বলছি, একটি চাঁদাবাজ সন্ত্রাসী পক্ষ এম.এ আজিজ ভিআইপি সড়ক ও হোসেন আহম্মদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে মূল সড়কে বিভিন্ন অবৈধ দোকান বসিয়ে দিয়েছে। এসব অবৈধ দোকানের কারণে হোসেন আহম্মদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় কবরস্থানের জিয়ারতের জায়গা ময়লা আবর্জনার দুর্গন্ধের কারণে কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় ও জিয়ারত করতে কষ্ট হচ্ছে। এছাড়া সড়কটি রিফাইনারী/ সাইলো/ টিএসপির মূল রাস্তা হওয়ায় গাড়ী চলাচলের উক্ত সড়কে যানজট ও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। ইতিপূর্বে চলন্ত গাড়ী দোকানে উঠিয়ে দিলে ৩জন পথচারীও মারা যায়। যা বর্তমানে মুসল্লি এবং পথচারীদের জন্য অতি বিপদজ্জনক হয়ে পড়েছে। পাশাপাশি এসব দোকানকে ঘিরে রাতে জুয়ার আড্ডা ও ইয়াবা বিক্রির একটি নিরাপদ জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে।
অতএব, বিষয়টি তদন্ত পূর্বক যথাযথ বিবেচনায় নিয়ে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করে নির্বিঘ্নে মসজিদের সৌন্দর্য ও কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে আপনার প্রশাসনের নিকট চির কৃতজ্ঞ থাকবো।
মোঃ রায়হান রানা
হোসেন আহম্মদ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ
মুসল্লি পরিষদ।

পূর্ববর্তী নিবন্ধভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয়
পরবর্তী নিবন্ধড. ফ্রান্সিস ক্রিক : ডিএনএ’র অন্যতম আবিষ্কারক