পতেঙ্গা সানসেট মল দোকান মালিক সমিতির ঈদ বিক্রয় উৎসব, র্যাফল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এবং কমিটির সদস্য সচিব ও সানসেট মল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসানের উপস্থাপনায় গতকাল শনিবার বিকেলে স্টিলমিল আলী প্লাজা (প্রস্তাবিত সানসেট মল) চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইওনিয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এমডি ও সানসেট মল দোকান মালিক সমিতির সভাপতি শুভময় দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও সাবেক কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হারুন কোম্পানি, পতেঙ্গা সিটিজেনস ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সানসেট মল দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ, সানসেটমল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সানসেট মল দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে মামুনুর রশীদ, সমীর পাইক, ফয়সাল, আহমেদ হোসাইন, আলমগীর, আকতার কামাল, রবিউল হাসান, হুমায়ন কবীর, কামরুল হাসান, তৌহিদুল ইসলাম প্রমুখ। আয়োজনের ছিল সানসেট মল দোকান মালিক সমিতি এবং সার্বিক তত্ত্বাবধানে ছিল সানসেট মল ব্যবসায়ী কল্যাণ সমিতি। প্রেস বিজ্ঞপ্তি।












