যুবলীগ : যুবলীগের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক সদস্য আসিফ মাহমুদের আয়োজনে নগরীর বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের এবং এতিমখানা রান্না করা খাবার বিতরণসহ আর্থিক সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নাদিম পাটোয়ারী, মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা এবং যুবলীগ নেতা মাসুদ পারভেজ, জিয়া উদ্দিন রানা, দিপন কান্তি নাথ সহ নগরীর বিভিন্ন থানার আওয়া লীগ যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।