পটিয়া উপজেলার মুজাফরাবাদ গ্রামে স্বাধীনতা যুদ্ধে হানাদার বাহিনী ঘরবাড়ী জালিয়ে তিন শতাধীক নারী পুরুষকে নির্বিচারে গণহত্যা করে। তাদের স্মরণে সেখানে নির্মিত বধ্য ভূমিতে গণহত্যা দিবস পালনে পটিয়া উপজেলা প্রশাসন বধ্য ভূমি সংরক্ষণ পরিষদ ও সমন্বয় সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে।
বধ্য ভূমি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রফেসর ড. তাপসীঘোষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহের ইসলাম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমদ, খরনা ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, প্রকল্প কর্মকর্তা সুপ্তশ্রী সাহা, আনসার বিডিপি অফিসার শামিমা আকতার, মহিলা বিষয়ক কর্মকর্তা শহানা আকতার, লায়ন সন্তোষ কুমার নন্দী সঞ্জয় চৌধুরী, সমন্বয় সাধারণ সম্পাদক কাজল কর।