পটিয়া পৌর কিচেন মার্কেটে স্থাপিত হচ্ছে চক্ষু চিকিৎসায় ‘ভিশন সেন্টার’

পরিদর্শন করলেন পাহাড়তলী চক্ষু হাসপাতালের টিম

পটিয়া প্রতিনিধি | সোমবার , ২৯ মে, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

পটিয়ায় পৌর কিচেন মার্কেটে চোখের চিকিৎসায় স্থাপিত হচ্ছে ‘ভিশন সেন্টার’। পটিয়া পৌরসভার সহাযোগিতায় ও চট্টগ্রাম পাহাড়তলী চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় এ ‘ভিশন সেন্টার’ স্থাপিত হচ্ছে। ভিশন সেন্টার স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে গত বৃহস্পতিবার চট্টগ্রাম চক্ষু হাসপাতালের একটি পরিদর্শন টিম পৌরসদরের ক্লাব রোডস্থ পটিয়া পৌরসভা কিচেন মার্কেটের দ্বিতীয় ও তৃতীয় তলার সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এসময় পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, পরিদর্শন টিমের প্রধান ও পাহাড়তলী চক্ষু হাসপাতালের কনসালটেন্ট এবং জিএম ফিন্যান্স ডা. মেরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, জনসযোগ কর্মকর্তা শহীদ ফারুকী, সিনিয়র অক্টোম্যাক্টিক্ট মো. জয়নুল আবেদিনসহ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ‘ভিশন সেন্টার’ স্থাপন বিষয়ে জানতে চাইলে, পরিদর্শন টিমের প্রধান ডা. মেরাজুল ইসলাম বলেন, কিচেন মার্কেটের এ স্থানে চক্ষু চিকিৎসার জন্য অনেক সুন্দর ও উপযোগী স্থান। এ স্থানটিতে চক্ষু চিকিৎসায় ভিশন সেন্টার স্থাপন অত্যন্ত উপযোগী হবে। তবে সবচেয়ে বড় বিষয় এখানে কি পরিমাণ রোগী পাওয়া যাবে বা রোগীদের কতটুকু সাড়া মিলবে। যেহেতু চক্ষু চিকিৎসায় পাহাড়তলী চক্ষু হাসপাতাল একটি বিশেষায়িত হাসপাতাল। এখানে পাহাড়তলী চক্ষু হাসপাতালের অধীনে ভিশন সেন্টার স্থাপিত হলে চক্ষু চিকিৎসায় যাবতীয় সুবিধা দেয়া হবে। পৌর মেয়র আইয়ুব বাবুল বলেন, পটিয়া পৌরসভার পক্ষ থেকে যোগাযোগ স্থাপন করে পৌর কিচেন মার্কেটে পাহাড়তলী চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ভিশন সেন্টার স্থাপন করার চেষ্টা করা হচ্ছে। এরই প্রেক্ষিতে পাহাড়তলী চক্ষু হাসপাতালের একটি টিম ভিশন সেন্টারের সম্ভাব্যতা যাচাই করার জন্য আসছেন। তারা পরিদর্শন করে খুবই সন্তোষ প্রকাশ করেছেন। আশা করি খুব শীঘ্রই এ কার্যক্রম শুরু হবে এবং পটিয়াসহ আশপাশের উপজেলার মানুষের চক্ষু চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপির সকল ষড়যন্ত্র যুবলীগ প্রতিহত করবে
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন