পটিয়ায় ৭শ’ শিক্ষার্থীর অংশগ্রহণে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ জুলাই, ২০২৩ at ১০:৩৭ পূর্বাহ্ণ

পটিয়ায় সামাজিক সংগঠন এবিটসের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৭শ’ পরীক্ষার্থীর অংশগ্রহণে এবিটস মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার খলীলমীর কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন খলীলমীর কলেজের অধ্যক্ষ মিসবাহউররহমান, হল পরিদর্শক ছিলেন পিঙ্গলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ইরফান, পূর্ব জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মহিম উদ্দীন। উপস্থিত ছিলেন জিরি ইউনিয়ন চেয়ারম্যান আমিনুল ইসলাম খাঁন টিপু, এবিটস সভাপতি এম. ইদ্রিচ চৌধুরী অপু, প্রতিষ্ঠাতা জায়দুল হক চৌধুরী তপু, খলিলুর রহমান শিশু নিকেতনের প্রধান শিক্ষক ছোটন নাথ, জসীম উদ্দীন বাবু, আবু তাহের ইমু, সাইফুল ইসলাম সাইফু, নারগিস আক্তার তানিয়া, হাশেম বাহাদুর, নজরুল ইসলাম নিলয়, এমরান হোসেন জীবন প্রমুখ। আগামী ১৪ জুলাই খলীলমীর কলেজ অডিটোরিয়াম ফলাফল ঘোষণা ও পুরুস্কার বিতরণ করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এম.পি।

পূর্ববর্তী নিবন্ধশীলকূপে আগুনে পুড়ল তিনটি ঘর
পরবর্তী নিবন্ধরোটারী ক্লাব গ্রেটার চিটাগাংয়ের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন