পটিয়ায় স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের মেধাবৃত্তি ও গুণীজন সংবর্ধনা

| মঙ্গলবার , ২৬ জানুয়ারি, ২০২১ at ১০:০২ পূর্বাহ্ণ

পটিয়ায় স্বপ্নসিঁড়ি মেধাবৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান গত শনিবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ। সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ি ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক আবদুল হাকিম রানা।
অধ্যাপক রওশনগীর আমিরীর সঞ্চালনায় উদ্বোধক ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশীদ। সংবর্ধিত অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদের মা মহিলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য প্রফেসর অ্যাডভোকেট কামরুন নাহার, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্টাডি অব বিজনেসের ডিন অধ্যাপক ড. কাজী আহমদ নবী ও প্রেসক্লাব সভাপতি এসএমএকে জাহাঙ্গীর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব বাবুল, পটিয়া চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, পৌর আওয়ামী লীগের সহসভাপতি নাছির উদ্দিন, মামুনুর রশীদ তরফদার, উপজেলা শাপলা কুঁড়ির আসর সভাপতি মুহাম্মদ আবদুল করিম, পটিয়া পৌরসভার কাউন্সিলর বুলবুল আকতার, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন আজাদ, মাহবুবুল আলম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আবদুল্লাহ আল হাছান আমিরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৮ মার্চ থেকে অমর একুশে বইমেলা
পরবর্তী নিবন্ধবেইলি ব্রিজের পাটাতন খুলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন