পটিয়ার কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মো. সোহেল চৌধুরীর খুনিদের ফাঁসির দাবিতে গতকাল শনিবার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদ কার্যালয় সম্মুখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে স্থানীয় শত শত নারী-পুরুষ অংশ নেন। কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ইউনিয়নবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হোসেন রাজধন, নুরুল হুদা খাঁন, জহির উদ্দিন, আলী ওসমান, আজগর, নুরুন নবী।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু তালেব, সাদ্দাম হোসেন, জুলু মজুমদার, নিউটন, মোহাম্মদ আখতার, ফেরদৌস বেগম, রাশেদা বেগম, টিটু বড়ুয়া, লিমন বড়ুয়া, নাজিম উদ্দিন, নুরুল আমিন প্রমুখ। বক্তারা বলেন, সোহেল চৌধুরী সহজ সরল প্রকৃতির লোক ছিলেন। বক্তারা নির্মম হত্যাকান্ডে জড়িতদের ফাঁসির দাবি জানান।











