পটিয়ায় সিএনজি অটোরিক্সা উল্টে মো. আবুল কালাম (৫২) নামের এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শ্রীমাই ব্রীজ সংলগ্ন বিএডিসি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া এলাকার এলাহি বক্সের পুত্র। তিনি পটিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ আমিরুল আউলিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক। জানা গেছে-রবিবার সন্ধ্যায় সিএনজি অটোরিক্সা যোগে তিনি চন্দনাইশে তার বাড়িতে যাচ্ছিলেন। এসময় অপরদিক থেকে আসা একটি ভ্যানগাড়ীর সাথে ধাক্কা খেয়ে সিএনজিটি উল্টে যায়। এসময় শিক্ষক আবুল কালাম গাড়ীর সামনে আসনে বসা ছিল। দুর্ঘটনার পর গাড়ী থেকে তিনি নীচে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান বলে কর্তব্যরত চিকিৎসক জানান।
গাড়ীতে আরো ৫জন যাত্রী ছিল বলে স্থানীয়রা জানান। তবে অন্যান্য যাত্রীরা সামন্য আঘাত পেলেও অক্ষত রয়েছে বলে জানা গেছে। এদিকে তার মৃত্যুর খবর মাদ্রাসায় ছড়িয়ে পড়লে তার অসংখ্য শিক্ষার্থী ও সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দ কান্নায় ভেঙে পড়ে। তিনি দীর্ঘদিন যাবত ওই মাদ্রসায় শিক্ষকতায় নিয়োজিত ছিলেন।