পটিয়া শপথ নিলেন উপজেলার ১৪ ইউনিয়নের নবনির্বাচিত ১৬৫জন ইউপি সদস্য। গতকাল রোববার দুপুরে পটিয়ার একটি কমিউনিটি সেন্টারে তাদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। এদিকে উপজেলার ১৭ টি ইউনিয়নের মধ্যে ছনহরা, কচুয়াই ইউনিয়নের গেজেট প্রকাশ না হওয়ার কারনে উক্ত ইউপির চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহন করেননি। তবে কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ কায়েছের করা নির্বাচনে ভোট গ্রহন ও ফলাফল নিয়ে উচ্চ আদালতে রিট থাকার কারনে ওই ইউপিতে চেয়ারম্যান ও সদস্যরা শপথ গ্রহন করতে পারেননি। শেষে ইউপি সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।











