চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া পোস্ট অফিস মোড়ে আজ মঙ্গলবার(২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এক দুর্ঘটনায় এক মোটর মেকানিক সহ ২জন আহত হয়েছে।
দুর্ঘটনা সংঘটিত এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেল আসছিল। এ সময় রাস্তা পার হতে গিয়ে এক যুবক সামনে গিয়ে পুনরায় পিছনে ফিরে আসতে চাইলে দ্রুতগতির মোটরসাইকেলটি তাকে রক্ষা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে প্রায় ২০ ফুট উপর উঠে যায়।
এ সময় ২জন আহত হয়।
মোটরসাইকেল আরোহী শফিউল আলম পটিয়া পোস্ট অফিস মোড়স্থ কেডিএ মোটরস-এর মেকানিক ও উপজেলার হাইদগাঁও আকবরিয়া দরবার শরীফ এলাকার রফিক আহমদের পুত্র। তবে আহত অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে পটিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জিল্লুর রহিম জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি আটক করা হয়েছে। নম্বর না থাকায় মামলা দায়ের করা হয়েছে।