পটিয়ায় পাহাড়ে মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে মো. আনু মিয়া (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি উপজেলার খরনা ইউনিয়নের ফকিরপাড়ার মৃত কালা মিয়ার পুত্র। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার কচুয়াই ইউনিয়নের জঙ্গল শ্রীমাই এলাকায় আনু মিয়ার কৃষি জমি রয়েছে। প্রতিদিনের মত তিনি ভোরে সেখানে কাজ করতে যান। সকাল ৮টা নাগাদ চার মুখোশধারী সন্ত্রাসী আনু মিয়ার শিম ক্ষেতের পাশে গেলে তিনি তাদের পরিচয় জানতে চেয়ে বলেন- তোমরা কারা? এ সময় সন্ত্রাসীরা বলে ‘আমরা তোর বাপ’।
এ বিষয় নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে সন্ত্রাসীরা আনু মিয়াকে লক্ষ করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ আনু মিয়ার চিৎকারে আশপাশের ক্ষেতের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। খবর পেয়ে মেঝ ভাই আরব মিয়া তাকে উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরব মিয়া জানান, তারা ৭ ভাই। আনু মিয়া ছিল শান্ত প্রকৃতির। দীর্ঘদিন ধরে পাহাড়ি সন্ত্রাসীরা তাদের নির্যাতন চালালেও এভাবে গুলি করার সাহস পায়নি। আরব মিয়ার ধারণা, তার ভাইকে যারা গুলি করেছে তারা এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য, পাহাড়ি সন্ত্রাসী নয়।
পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, নিহত আনু মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে শীঘ্রই আইনের আওতায় আনা হবে।