আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডে উটপাখি প্রতীক নিয়ে কাউন্সিলর পদে নির্বাচন করছেন এমএ আবছার। তিনি ৪নং ওয়ার্ডের মরহুম জানু মিঞার পুত্র। ৬ ভাইয়ের মধ্যে তিন ভাই একই ওয়ার্ডের পাঞ্জাবি প্রতীকের প্রার্থী ও সাবেক ছাত্রনেতা গোফরানার পক্ষে প্রকাশ্যে নির্বাচনী মাঠে প্রচারণা করছেন। গত শুক্রবার রাতে খতমে বুখারি শরীফের মাধ্যমে গোফরান রানার জন্য দোয়া চেয়েছেন আবছার বিরোধী তিনভাই।
তারা হলেন- ব্যবসায়ী আবুল কাশেম, মোহাম্মদ বাবর ও মো. সাবের। গতকাল শনিবার সকাল থেকে তারা ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তাদের ভাই উটপাখি প্রতীকের প্রার্থী আবছারের প্রতিপক্ষ পাঞ্জাবি প্রতীকের প্রার্থী গোফরান রানার পক্ষে সোনা মিঞা সওদাগর বাড়ি, এসআলম বাড়ি, হাশেম আলী মাঝির বাড়ি, জাফর কাজীর বাড়ি এলাকায় গণসংযোগ করেন।
জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি পটিয়া পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে ৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করছেন ৩জন। তার মধ্যে বর্তমান কাউন্সিলর গোফরান রানা, স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল ইসলাম ও ব্যবসায়ী এমএ আবছার। নির্বাচনের মাঠে ভাইয়ের বিরুদ্ধে ভাই প্রচারণা শুরু করায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। কাউন্সিলর প্রার্থী গোফরান রানা বলেন, ভাইয়ের বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হওয়ায় আপন ৩ ভাই তার পক্ষে নির্বাচনী মাঠে কাজ করছেন। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হলে তিনি (গোফরান) আবারো কাউন্সিলর নির্বাচিত হবেন বলে আশা করেন। তবে কাউন্সিলর প্রার্থী গোফরানের ভাই এম এ আবছার জানিয়েছেন, আপন ভাইগুলো কেন বিরোধিতা করছেন তা তিনি জানেন না।
তাঁতী লীগের গণসংযোগ :
এদিকে আসন্ন পটিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আইয়ুব বাবুলের নৌকা প্রতীকের পক্ষে গতকাল শনিবার গণসংযোগ করেছেন পটিয়া উপজেলা তাঁতী লীগ নেতৃবৃন্দ। পটিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় তাঁতী লীগ নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে নৌকা প্রতীকে এলাকাবাসীর কাছে ভোট প্রার্থনা করেন। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা তাঁতী লীগের সভাপতি মনজুরুল ইসলাম মনজু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাক, রহিম উদ্দীন, মফিজুল আলম, হাসনারা বেগম, নাছির, জিন্নাহ মিয়া, গফুর সওদাগর, এম.এ রহিম খান, জসিম সাইফুদ্দীন, নুর হোসেন, ইলিয়াস, আমানত, ফারুক, বোরহান, মনছুর, সবুর, হেলাল, মুনির, শেখ আহমদ, ইসহাক উদ্দিন, সাদ্দাম হোসেন, ইকবাল, হোসেন হিরো, শোয়াইব আহমেদ, আবদুর রহিম, নুরুন নাহার, নেজাম, জসিম উদ্দীন, আরিফ, সোহান, সাজ্জাত, আসিফ, রিয়াজ, রনি, ফরমান, মুন ভট্টাচার্য, রিয়াদ, সৈয়দ, জাহেদ, বখতিয়ার, সাইম, সোহেল, হোসেন প্রমুখ।