পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ৬ নভেম্বর, ২০২০ at ৭:০২ পূর্বাহ্ণ

পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু রায়হান (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে বড়লিয়া ছালামিয়া দাখিল মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র এবং কঙবাজার জেলার পেকুয়া উপজেলা আবু তালেবের পুত্র। সে মাদ্রাসা হোস্টেলে থেকে পড়াশোনা করত। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসার টয়লেটের ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ শফি।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে রায়হান ভাত খেয়ে মাঠে খেলতে যায়। এক পর্যায়ে সে মাদ্রাসার পাশে টয়লেটের ছাদে গিরগিটি দেখে তা ধরার জন্য উপরে উঠে। সেখানে টাঙানো বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে সে মারা যায়। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিএইচবিএফসি এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি
পরবর্তী নিবন্ধসাংবাদিকরা জাতিকে পথ দেখায় খুলে দেয় তৃতীয় নয়ন : তথ্যমন্ত্রী