পটিয়ায় বাহুলী ব্যাডমিন্টন পরিবার আয়োজিত বাহুলী উন্মুক্ত গোল্ডকাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। ১৬ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহন করে। ফাইনাল খেলায় বিমান-রায়হান (বোয়ালখালী) এবং এজাজ- খোকন (সাতকানিয়া) জুটি প্রতিদ্বন্দ্বিতা করে। এতে এজাজ-খোকন জুটি ৩-২ সেটে বিমান-রায়হান জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী নাছির উদ্দিন। টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ-ক্রিড়া বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান সাহেদ। অতিথি ছিলেন পটিয়া পৌরসভা ছাত্রলীগের আহবায়ক অজয় শীল। নজরুল স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কামরুল ইসলামের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি পরিচালিত হয়। টুর্নামেন্টের সার্বিক সহায়তায় ছিলেন কাজী আহমেদ রেজা, রাকিব, আলভী, ফয়সাল, হায়দার,সানী,হাসান প্রমুখ।