পটিয়ায় প্রতিপক্ষের উপর্যুপরি ছুরিকাঘাতে শরীফ উদ্দিন (২৩) নামে যুবক মারাত্মকভাবে জখম হয়েছে। আহত শরীফ পেশায় একজন রাজমিস্ত্রি। সে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের হাতিয়ারঘোনা গ্রামের মো. সেলিমের পুত্র। শনিবার ভোর সাড়ে ৭টার দিকে স্থানীয় চামুদরিয়া বাজারের স্ট্রিল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী উত্তেজিত জনতা মো. মামুন নামের ওই হামলাকারীকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে। সে একই ইউনিয়নের লাউয়ারখীল গ্রামের মো. ইছার পুত্র। হামলায় আহত শরীফের পেটে ৬টি সহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরির একাধিক আঘাত হয়।
এ ঘটনায় শরীফের পিতা মোঃ সেলিম বাদী হয়ে মামুন (২০), মোজাম্মেল (৪৫), ইছা (৪৬), মো. মুছা (৫৫) ও মো. আসিফ মোস্তফার (২৬) বিরুদ্ধে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। মামলার বাদী সেলিম জানিয়েছেন, তার পুত্রের পেট, পিটে, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে ছুরির আঘাতে তার পেটের চামড়া ফুটো হয়ে ভুড়ি দেখা যাচ্ছে। কী কারণে শরীফকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা করা হয়েছে জানা যায়নি।
পটিয়া থানার পরিদর্শক ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, যুবককে ছুরিকাঘাত করার ঘটনায় থানায় লিখিত একটি অভিযোগ দায়ের হয়েছে। দু’পক্ষের মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।