পটিয়ায় বাংলাদেশ পাওয়ার ডেভলপমেন্টের (পিডিবি) ভ্রাম্যমান আদালতের অভিযানে ৮ লক্ষ ৮১ হাজার ৭০৩ টাকার ১৬ টি বিদ্যুৎ বিল বকেয়া এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় ৪ সংযোগ বিচ্ছিন্নসহ ১৯টি মামলা করা হয়েছে। এ সময় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।
গতকাল রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পটিয়া পৌরসভার বিভিন্ন এলাকা এবং উপজেলার ভাটিখাইন, কচুয়াই ইউনিয়নের আংশিক এলাকায় রাজস্ব আদায়ের লক্ষ্যে ভ্রাম্যমান বিদ্যুৎ আদালত এ অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর বিতরণ বিভাগ পটিয়ার নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন পারভীন, সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম খাঁন, উপ-সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী খন্দকার রাসেল মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমানসহ কারিগরী কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।