পটিয়ায় নৌকা না পেয়ে মহাসড়ক অবরোধ

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, একঘণ্টা যান চলাচল বন্ধ

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ নভেম্বর, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

পটিয়ায় ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন না পেয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুপাশে কয়েকশ গাড়ির দীর্ঘ যানজট সৃষ্টি হয়। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী গাড়ি চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রীরা চরম বিপাকে পড়ে।
জানা যায়, উপজেলার কুসুমপুরা ইউনিয়নে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত নয় এমন ব্যক্তিকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এমন অভিযোগে নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা এক পর্যায়ে রাস্তা ব্যারিকেড দিয়ে টায়ার জ্বালিয়ে চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম বাচ্চুর মনোনয়ন বাতিল দাবি করেন। এসময় নেতাকর্মীরা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের বিরুদ্ধেও স্লোগান দেয়। জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচন। গত মঙ্গলবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড উপজেলার ১৭ ইউনিয়নের নৌকার প্রার্থীর নাম ঘোষণা করে। এর মধ্যে কুসুমপুরা ইউপির ইব্রাহিম বাচ্চু দলীয় নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ত না থাকার ইস্যুতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এ বিক্ষোভ করে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাধাই চন্দ্র নাথ, পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আবুল কাসেম আকাশ প্রমুখ এসময় বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধ৩ হাজার ৮৬০ আসনে ভাগ্যের লড়াই
পরবর্তী নিবন্ধবহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাখান ছাত্রলীগের অপর অংশেরও