পটিয়ায় নৌকার প্রার্থীর ভাগ্য নির্ধারণ আজ

ঋণখেলাপির অভিযোগ

পটিয়া প্রতিনিধি | সোমবার , ১৩ জুন, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

আইনি জটিলতায় পড়েছে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। আজ সোমবার সুপ্রীম কোর্টের চেম্বার বিভাগে নৌকার প্রার্থী মামুনুর রশিদ রাসেলের ভাগ্য নির্ধারণ হবে। প্রার্থীতা বাতিল নাকি ১৫ জুন নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে তা জানা যাবে আজ।
গত ১৯ মে রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আরাফাত আল হোছাইনী ঋণখেলাপির অভিযোগে মামুনুর রশিদ রাসেলের প্রার্থীতা বাতিল করেছেন। এ নিয়ে রাসেল উচ্চ আদালতে একটি রিট মামলা দায়ের করে প্রার্থীতা ফিরে পেয়েছেন। তবে সুপ্রীম কোর্টের চেম্বার জজ আদালত আবদুর রশিদ দৌলতীর আপিলের প্রেক্ষিতে রাসেলের মনোনয়ন স্থগিত বহাল রাখে। চেম্বার জজ আদালতে পুনঃ শুনানি আজ।
জানা গেছে, ২০২১ সালের ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নে একসাথে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে ২টি কেন্দ্রের ফলাফল স্থগিত করে নির্বাচন কমিশন। পরে আবদুর রশিদ দৌলতীর আবেদনের প্রেক্ষিতে ২টি ভোট কেন্দ্রে পুনঃ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকার প্রার্থী মুক্তিযোদ্ধা শামসুল আলম নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করে। শপথের কয়েকদিন পর তিনি ইন্তেকাল করলে উপ নির্বাচন তারিখ ঘোষণা করেন আগামী ১৫ জুন।
পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আরাফাত আল হোসাইনী জানিয়েছেন, উপ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তবে উচ্চ আদালতের আইনি জটিলতার বিষয়টি আজ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধসব দলের অংশগ্রহণ চান সাবেক নির্বাচন কমিশনাররা
পরবর্তী নিবন্ধরাষ্ট্রপতির সঙ্গে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি দলের সাক্ষাৎ