পটিয়ায় নির্মিত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামে মসজিদ

সাবেক মেয়র মনজুর আলমের অর্থায়ন

| মঙ্গলবার , ১৩ জানুয়ারি, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

সাবেক মেয়র, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং হোসনে আরা মনজুর ওয়ালফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মনজুর আলমের অর্থায়নে পটিয়ার সাত্তার পেটুয়া গ্রামে নির্মিত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামে মসজিদ। গতকাল সোমবার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ও সমাজ সেবক মোহাম্মদ ফারুক আজম। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রাশেদুল হক। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে উপস্থিত ছিলেন নিজামুল আলম, নুরুল আজিম, নুরুল আলম প্রমুখ। মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক ফারুক আজম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান চির জাগরুক রাখার জন্য পটিয়ায় বেগম খালেদা জিয়ার নামে মসজিদ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই ছিল মাস্টারদা সূর্যসেনের স্বপ্ন
পরবর্তী নিবন্ধঅধ্যাপক ডা. প্রবীর কুমার দাশের হৃদরোগ বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন