পটিয়ায় ৩ কৃষক অপহরণের পর মুক্তিপণে ছাড়া পেয়েছে। উপজেলার কেলিশহরে পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রেরমুখে ওই ইউনিয়নের মফজল আহমদের পুত্র মো: নাছের (৪০), একই এলাকার দুলাল শীলের পুত্র পলাশ শীল (৩৩) ও মৃত সুশীল শীলের পুত্র রাজু শীলকে (২৫) অপহরণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় পাহাড়ের কেলিশহরের ঘুনা থেকে পাহাড়ি সন্ত্রাসীরা এই ৩ কৃষককে ধরে গহীন পাহাড়ে নিয়ে যায়। মুক্তিপণের টাকা পাওয়ার পর রাত ১১টার দিকে তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা।
জানা গেছে, উপজেলার কেলিশহরের তিন কৃষক সকালে কাজ করতে পাহাড়ে যায়। সকাল ৯টার দিকে তাদেরকে অস্ত্রেরমুখে জিম্মি করে গহীণ পাহাড়ে অবরুদ্ধ করে রাখে সন্ত্রাসীরা। পরে পলাশ ও রাজুর পরিবারের কাছ থেকে মোবাইলে বিকাশের মাধ্যমে ১লাখ ২০ হাজার টাকা ও নাছেরের পরিবারের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করে।
ঘটনার খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেলেও তারা অপহৃত কৃষকদের উদ্ধারে কোনো কিছু করতে পারেনি।
স্থানীয় জসিম উদ্দিন জানান, অপহৃত তিন কৃষককে ধরে নিয়ে গহীণ পাহাড়ে আটকিয়ে রাখে সন্ত্রাসীরা। পরে মুক্তিপণ দাবি করে। দাবিকৃত টাকা পাঠানো হলে তাদের ছেড়ে দেওয়া হয়। অপহরণকারীরা তিনজনকেই বেদমভাবে মারধর করেছে।
এ বিষয়ে জানতে চাইলে, পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান বলেন, বিষয়টি শুনার পর পটিয়া থানার একদল পুলিশ এলাকায় গেলেও অপহৃত কৃষকদের ছেড়ে দেওয়ার খবর পেয়ে তারা চলে আসেন। তবে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়ার বিষয়টি তার জানা নেই বলে দাবি করেন।