পটিয়ায় ড. আহমদ শরীফ জন্মশতবর্ষ অনুষ্ঠান আজ

| শনিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

পটিয়ার সন্তান কিংবদন্তী গবেষক, লেখক অধ্যাপক ড. আহমদ শরীফের জন্মশতবর্ষ উপলক্ষে ‘জন্মশতবর্ষে স্মরণে-শ্রদ্ধায় ড. আহমদ শরীফ’ শীর্ষক এক অনুষ্ঠান আজ শনিবার বিকেল ৩টায় পটিয়া ক্লাব হলে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উদ্বোধন করবেন ড. আহমদ শরীফের পুত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ড. নেহাল করিম। প্রধান অতিথি থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। বিশেষ অতিথি থাকবেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। এতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য ড. আহমদ শরীফ জন্মশতবর্ষ উদযাপন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবদুল আলিম ও সদস্য সচিব অ্যাডভোকেট কবিশেখর নাথ পিন্টু অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে দুই সপ্তাহে ৮ চুরি
পরবর্তী নিবন্ধবাঁশখালী বৌদ্ধ সমিতির কার্যনির্বাহী কমিটির সভা