পটিয়ায় ট্রাক চাপায় মাহমুদুল করিম (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার মনসা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুল করিম বাঁশখালী উপজেলার চন্দ্রপুর এলাকার ফজলুল করিমের ছেলে। পটিয়া ক্রসিং হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে মাহমুদুল করিম চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিলেন। এ সময় মনসা চৌমুহনী এলাকায় একটি দ্রুতগামী ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি ট্রাকের সাথে ধাক্কা লেগে ট্রাকের নিচে চলে যায়।