পটিয়া সদরস্থ গৌরাঙ্গ নিকেতন প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পটিয়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে গত ২০ নভেম্বর গরীব ও দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় পটিয়ার গৌরাঙ্গ নিকেতনের জন্য বরাদ্দকৃত ৫০০ কেজি চাল গরিব ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। আশীষ গোস্বামীর সভাপতিত্বে ও পটিয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রূপন মিত্রের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক পটিয়া উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা প্রদীপ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন গৌরাঙ্গ নিকেতনের সাধারন সম্পাদক অধ্যাপক কৃষ্ণ প্রসাদ ধর। প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা পূজা পরিষদের প্রধান সমন্বয়ক পুলক চৌধুরী। বক্তব্য রাখেন রণধীর দে, তাপস দে, অ্যাড. সঞ্জয় দে, অভিজিৎ দাশ, রিগ্যান সূত্রধর, সঞ্জয় রক্ষিত, মিল্টন মিত্র, সঞ্জীব ভট্টাচার্য, রাজীব দাশ, টিটু কুমার দে, বিপ্লব দাশ অভি, টিটু শীল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।