পটিয়ায় গরুর খামারে ১২ ফুট লম্বা অজগর

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৮:১৮ পূর্বাহ্ণ

পটিয়ায় গরুর খামার থেকে ১২ ফুট লম্বা ও প্রায় বিশ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছত্তার মার্কেট পন্ডিত বাড়ির রফিকের গরুর খামার থেকে এ সাপটি উদ্ধার করা হয়েছে। বন বিভাগের হেডম্যান মহিউদ্দিন আজাদীকে জানান, বিকাল সাড়ে ৩টার দিকে হাইদগাঁও জনৈক রফিকের গরুর খামারে একটি বিশালাকৃতির অজগর সাপ চোখে পড়ে খামারী রফিকের। এসময় তিনি উপায়ন্তর না দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে জড়ো হয়। পরে স্থানীয়রা বন বিভাগে খবর দিলে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমানের নির্দেশে বিকেল সাড়ে ৫টার দিকে সাপটি ধরে চট্টগ্রাম দক্ষিণ বন বিটের শ্রীমাই গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়। সাপটি গভীর জঙ্গলে অবমুক্ত করার সময় শ্রীমাই বিট কর্মকর্তা ইখতিয়ার উদ্দীনের নেতৃত্বে উপস্থিত ছিলেন হালিম, বোরহান সিকদার, হেডম্যান মহিউদ্দিন, জেবল মুল্লুকসহ স্থানীয় জনতা। বন বিভাগ ও স্থানীয়দের ধারণা, গরুর খামারের পাশে শ্রীমাই খাল রয়েছে। চলমান বর্ষা মৌসুমে অজগর সাপটি পাহাড়ি ঢলে চলে আসলে খামারে আশ্রয় নেয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান শিক্ষক ও কমিটি নিয়ে জটিলতা নিরসন দাবি
পরবর্তী নিবন্ধকামাল উদ্দিন কন্ট্রাক্টর ছিলেন দল নিবেদিত প্রাণ মানুষ